কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২২
টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালের উদ্যোগে ৩০/০৬/২০২২ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ টা হতে দুপুর ২:০০ টা পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সহায়তায় “কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২২” অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে (১ বছর এবং তদূর্ধ্ব বয়সের সকল জনগোষ্ঠীর জন্য প্রজোয্য)। স্বাস্থ্য অধিদপ্তর হতে আগত ভ্যাকসিন টীম লিডার, বাড়ীর মালিক সমিতির সভাপতি, টিএমএসএস-এর পরামর্শক, উপ-নির্বাহী পরিচালকদ্বয়, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও মার্কেটিং হেড সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত থেকে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন করেন। হাসপাতালে আগত বর্হিরাগত রুগীদেরকে ও টিএমএসএসএস প্রধান কার্যালয়ের স্টাফগন এবং তাদের পরিবারের সদস্যদেরকে কলেরা ভ্যাকসিনের ১ম ডোজ খাওয়ানোর মাধ্যমে ডায়রিয়া/কলেরা রোগ প্রতিরোধের মাধ্যমে জীবন রক্ষা করতে উক্ত সেবা প্রদান করা হয়।