টিএমএসএস এর ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত/ The 2020-2021 TMSS AGM was held
টিএমএসএস বিকেন্দ্রীকরণ ব্যবস্থাপনায় অংশগ্রহণমূলক ,স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী একটি জাতীয় উন্নয়নমূলক সংস্থা। সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে টিএমএসএস সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে প্রতিবছর বার্ষিক সাধারণ সভার আয়োজন করে থাকে যেখানে টিএমএসএস-এর বিগত বছরের সম্পাদিত কার্যক্রমের মূল্যায়ন, বিশ্লেষণ এবং আগামী বছরের কার্য পরিকল্পনাসহ সংস্থার পরিচালনাগত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। টিএমএসএস-এর বার্ষিক সাধারণ সভা গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে অনুষ্ঠিত হয় বগুড়ার নওদাপাড়াস্থ মম ইন হোটেলের কনভেনশন হলে ।
এই সভায় নয়হাজার সাতশত বায়ান্ন কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়। করোনার কারণে বার্ষিক সাধারণ সভা স্বাস্থবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়। সভায় আগামী অর্থ বছরের জন্য একাধিক পরিকল্পনা গৃহীত হয়েছে। সভায় টিএমএসএস- এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আর বেগমের মাতা জোবেদা বেগমসহ সংস্থার বিভিন্ন বিভাগের কর্মীদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
উক্ত সভায় আলোচ্য বিষয়সমূহ উপস্থাপন ও আলোচনা করেন পরিচালনা পর্ষদের সদস্য সচিব ও টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাহমুদা বেগমের সভাপতিত্বে সংস্থার সহকারী সদস্য সচিব মিনতি আখতার বানু ২০১৯-২০২০ বার্ষিক প্রতিবেদন উপস্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে ২০২০-২০২১ কর্ম পরিকল্পনা উপস্থাপন ও পরবর্তীতে অনুমোদন করা হয়। পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম ২০১৯-২০২০ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন, অডিট ফার্ম নিয়োগ ও আগামী ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন এবং অনুমোদন করা হয়।
সভায় আগত বিভিন্ন অতিথির মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব টিএমএসএস এর উপদেষ্টা ড. এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক গুল আফরোজ মাহবুব, বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ হায়দার আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক দুলাল হোসাইন, বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির, আরডিএ বগুড়ার পরিচালক (গবেষণা ও উন্নয়ন) ড. মনসুর রহমান, বগুড়া সদর উপজেলার সমাজসেবা অফিসার আবু সাঈদ মোঃ কাউসার রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নাসিমা আখতার জলি প্রমুখ। এছাড়াও টিএমএসএস ইন্টারন্যাশনাল ডেস্ক এর উপদেষ্টা মোহা: আবু আসলাম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ অনলাইন উপস্থিতির মাধ্যমে উক্ত সভায় সম্পৃক্ত হন।
News Source: PRP Department, Foundation Office, Bogura.
Data Management & Uploaded by: TMSS International Desk (TID)