টিএমএসএস এর উদ্যোগে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃ নিস্কাশন বিষয়ক প্রশিক্ষণ/ Training on safe water and hygiene sanitation initiated by TMSS

হোটেল মম ইন কনফারেন্স হলে টিএমএসএস এর উদ্যোগে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃ নিস্কাশন বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন।/Inauguration of a three-day training on safe water and hygienic sanitation at the Momo Inn Conference Hall, initiated by TMSS
টিএমএসএস এর উদ্যোগে নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত পয়ঃ নিস্কাশন বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন গত ৭ই জানুয়ারী বগুড়ার হোটেল মম ইন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাতা সংস্থা Water.org এর ডেপুটি ক্যান্ট্রি ম্যানেজার মোহা: আবু আসলাম, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান,পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম, নির্বাহী পরামর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম, পরিচালক (চিফ প্রোগ্রাম সেক্টর) মোঃ জাকির হোসেন, পরিচালক চিফ (এইচইএম সেক্টর) মোঃ সোহরাব আলী খান, পরিচালক মোঃ মাহবুবুর রহমান,পরিচালক মোহাম্মদ আলী মিঠু,যুগ্ন-পরিচালক কামরুজ্জামান খান,উপ-পরিচালক শাকিল বিন আজাদ প্রমুখ।
দাতা সংস্থা Water.org এর সহায়তায় ওয়াটার ক্রেডিট প্রকল্পের আওতায় টিএমএসএস এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য নিরাপদ পানি ও পয়ঃ নিস্কাশন বিষয়ে প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধি করা। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে বিশেষ করে নিরাপদ পানি ও স্বাস্থ্য বিধি পালনে উদ্ধুদ্ধ করতে ভূমিকা রাখা। সেই সাথে দেশের এসডিজি-৬ অর্জনে ভূমিকা রাখা। প্রশিক্ষণে টিএমএসএস এর একজন জন ডোমেইন প্রধান,চারজন জন জোনাল ম্যানেজার ও ১৫ জন এরিয়া ম্যানেজার প্রশিক্ষণার্থী হিসেবে অংশ গ্রহণ করেন।
News Source: PRP Department, Foundation Office, Bogura
Data Management & Uploaded by: TMSS International Desk (TID)