টিএমএসএস’র পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ড. এনামুল হক আর্ট এ্যান্ড কালচারাল এ্যাকাডেমির নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন/ Under the auspices of TMSS, the cornerstone of Dr. Enamul Haque Art and Cultural Academy’s own building has been laid

ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমীর নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক সচিব, জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক, একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্ত ভারতের পদ্মশ্রী ভূষিত, টিএমএসএস’র উপদেষ্টা ড. এনামুল হক/The foundation stone of Dr. Enamul Haque Art and Cultural Academy’s own building was laid by former Secretary, Founding Director General of the National Museum, recipient of Ekushey Padak, Swadhinata Padak and Padma Shri Bhushan of India, TMSS Advisor Dr. Enamul Haque
আবহমান বাঙালি সংস্কৃতির বিকাশে লোক সংস্কৃতির প্রবহমান ধারাকে অক্ষুন্ন রেখে বাংলাদেশের সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে তৃণমূল পর্যায়ে শিল্প প্রতিভার অনুসন্ধান, প্রশিক্ষণের মাধ্যমে অবহেলিত মেধা ও প্রতিভাকে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার লক্ষ্যে ড. এনামুল হক আর্ট এ্যান্ড কালচারাল এ্যাকাডেমি প্রতিষ্ঠা করা হয়।
শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী, নারী জাগরণের অগ্রপথিক টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম-এর উদ্যোগে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় স্বনামধন্য সাবেক সচিব, জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক, একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্ত, ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত, টিএমএসএস-এর উপদেষ্টা ড. এনামুল হকের নামে ।
গত ১ জানুয়ারী ২০২১ তারিখে বগুড়ায় টিএমএসএস মম ইন বিনোদন জগৎ এর পূর্ব পাশে ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভবনটির ফলক উন্মোচন করেন অধ্যাপক ড. এনামুল হক। টিএমএসএস-এর পৃষ্ঠপোষকতায় মম ইন বিনোদন জগতের মনোরম প্রাকৃতিক পরিবেশে এই প্রতিষ্ঠানটির ১২ তলা ভবন নির্মিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব ও টিএমএসএস-এর পরামর্শক সুশান্ত কুমার প্রামানিক, বিভাগীয় বন কর্মকর্তা ড. আব্দুল আউয়াল, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না, টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মো মতিউর রহমান, মোঃ ইজার উদ্দিন, টিএমএসএস-এর উপদেষ্টা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানটিকে মুক্তচিন্তার শুদ্ধ সংস্কৃতির নান্দনিক প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দেন যা উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায় অবদান রাখবে বলে তাঁরা মনে করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
News Source: PRP Department, Foundation Office, Bogura.
Data Management & Uploaded by: TMSS International Desk (TID)