ট্যুরিজম বিকাশে টিএমএসএস-এর উদ্যোগ/TMSS’s effort to the advancement of tourism
ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও পর্যটনে আর্থ-সামাজিক উন্নয়নের সমূহ সম্ভাবনার দুয়ার খুলে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ। উত্তরাঞ্চলের পর্যটনের কেন্দ্রগুলোর প্রতি মনোযোগী হলে কর্মঠ ও অতিথিবান্ধব উত্তরের জনমানুষের সার্বিক উন্নয়নের দ্বার উন্মোচন হবে। এমন বাস্তবতার নিরিখে হাজার বছরের ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় নিরাপদ ট্যুরিজমের এই সম্ভাবনাময় বিশাল ক্ষেত্রকে বিকশিত করতে টিএমএসএস-এর দূরদৃষ্টিসম্পন্ন নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম এর সময়োচিত উদ্যোগে বাস্তবায়িত হতে যাচ্ছে Momo Inn Amusement World সহ আরও অনেক পর্যটক গন্তব্য।
ট্যুরিজম শিল্প বিকাশের লক্ষ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল মম ইন-এ উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় টিএমএসএস আয়োজিত নিরাপদ ট্যুরিজম শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, মুহাঃ ফজলুর রহমান। তিনি বলেন, উত্তরবঙ্গে ট্যুরিজম বিকাশের ব্যাপক সম্ভাবনা আছে। টিএমএসএস তার উন্নয়নমূলক কর্মকা- নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে হাসপাতাল ও চিকিৎসা সেবা প্রদানকে কেন্দ্র করে যে মহাপরিকল্পনা গ্রহণ করেছে, তা ট্যুরিজম বিকাশে ভূমিকা রাখবে এবং দেশ ও জাতির উন্নয়নে কল্যাণ বয়ে আনবে।
এই অনুষ্ঠানে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে টিএমএসএস-এর পক্ষ থেকে ট্যুরিস্ট পুলিশের বিভাগীয় অফিস স্থাপনের জন্য ৬৫ শতাংশ জমির কাগজপত্র হস্তান্তর করা হয়। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার (প্লানিং এন্ড অপারেশন) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ রোটাঃ ড. মোঃ আশরাফুর রহমান, পদ্মা অয়েল কোম্পানী লিঃ’র পরিচালক রোটাঃ কে এম এনায়েতুল করিম হেলাল, দ্য ঢাকা হ্যাটস্ লি’র ব্যবস্থাপনা পরিচালক রোটাঃ শেখ জাহাঙ্গীর আলম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড.মোঃ আব্দুল আউয়াল, টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম ও উপ-নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপ-নির্বাহী পরিচালক, টিএমএসএস রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ে পুলিশ কর্মকর্তাসহ টিএমএসএস পরিচালনা পর্ষদের সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
News Source: PRP Department FO, Bogura
Data Management & uploaded by: TMSS International Desk (TID)