করোনায় মোকাবেলায় সরকারের নেয়া উদ্যোগে দেশে সংক্রমণ ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে রয়েছে/Infection and mortality rates in the country are under control with the government’s initiative on corona treatment.

গত ২৬শে ডিসেম্বর হোটেল মম ইন বগুড়ায় ‘ব্রিফিং সেশান ওন টিএমএসএস ইন্টারভেনশন ইন কোভিড-১৯’ বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কোভিড প্রতিরোধে জাতীয় কারিগরী পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লাহ/Prof. Dr. Mohammad Shahidullah, the head of the National Technical Advisory Committee on Covid Prevention speaking at an exchange meeting on ‘Briefing Session on TMSS Intervention on Covid-19’ at Hotel Mom in Bogura on December 26.
করোনা মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপে দেশে সংক্রমণ এবং মৃত্যুর হার দুটোই কমানো সম্ভব হয়েছে। এই অসামান্য অবদানের পেছনে সরকারের পাশাপাশি বিভিন্ন বে-সরকারী সংস্থা ও সংগঠনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কোভিড ব্যবস্থাপনায় তথা কোভিড প্রতিরোধ এবং চিকিৎসায় একটি বেসরকারী সংগঠন হিসেবে টিএমএসএস যে অবদান রেখেছে তা অন্যদের জন্য অনুকরণীয়। কোভিড-১৯ প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরী পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লাহ ২৬শে ডিসেম্বর, 2020 শনিবার সকাল ৯টায় বগুড়ার মম ইন হোটেলে টিএমএসএস’র উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁর বক্তব্যে এ সব কথা বলেন। টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে তিনি আরো বলেন, সামনে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হলো করোনার টিকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। এ বিষয়ে আমরা কাজ করছি। তিনি চিকিৎসা সেবা ও মানবিক সেবার পাশাপাশি টিএমএসএস’র কোভিড-১৯ গবষেণা কার্যক্রম বিশেষ করে পোস্ট কোভিড সম্পর্কিত গবেষণা কার্যক্রমের প্রয়োজনীয়তা অনুধাবন করে বলেন, এ বিষয়ে গবেষণার কোনো বিকল্প নেই এবং অন্যান্যদেরও উদ্যোগী হওয়া দরকার।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বগুড়া ক্যান্টমেন্ট এর সাবেক জিওসি মেজর জেনারেল মোঃ মনির। টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী উপদেষ্টা প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মোঃ মতিউর রহমান এবং টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহজাহান আলী সরকার। অনুষ্ঠানে টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগমসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান, অধ্যাপক-চিকিৎসক ও টিএমএসএস’র বিভিন্ন ডোমেইন ও সেক্টরের প্রধানগণ এবং উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে “প্রাণঘাতী কোভিড-১৯ মহামারী মোকাবেলায় টিএমএসএস’র গৃহীত কার্যক্রম ও ভূমিকা” শীর্ষক উপস্থাপনা তুলে ধরেন স্বাস্থ্য সেক্টরের গবেষণা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের কো-অর্ডিনেটর মোঃ রহিদুল ইসলাম নীরব।
News Source: PRP Department, Foundation Office, Bogura.
Data Management & Uploaded by: TMSS International Desk (TID)