পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত/An exchange meeting with teachers was held at Pundra University
পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি)তে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা
করোনাকালীন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি)তে একাডেমিক কার্যক্রম পরিচালনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ বিষয়ে গত শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রংপুর রোড গোকুল বগুড়ায় শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় অনলাইন জুমের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিইউবি‘র বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। অনলাইন জুমে যুক্ত হয়ে আরও বক্তব্য রাখেন ইমিরেটাস প্রফেসর ড. এম আফজাল হোসেন,টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-১ ও পিইউবি‘র ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ আব্দুল কাদের।
পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি‘র উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আ.ন.ম রেজাউল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান ডাঃ মোঃ মতিউর রহমান, সেক্রেটারী এ.এইচ.এম গোলাম রসুল খান রানাসহ সম্মানিত অন্যান্য সদস্য, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের জুরি প্রফেসর ড. হাছানাত আলী, পরীক্ষা নিয়ন্ত্রক, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ,সকল শিক্ষক, চেয়ারম্যানের একান্ত সচিব,সহকারী পরিচালক প্রমুখ।
সভা পরিচালনা করেন রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ড. মোঃ আলাউদ্দিন। উল্লেখ্য যে ইতোমধ্যই অনলাইনে মিডটার্ম পরীক্ষা অত্যন্ত সফলতার সঙ্গে পরিচালনা করা হয়েছে। অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অধিক গতিশীল করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সভায় অংশ গ্রহণকারীগণ গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
বার্তা প্রেরক: পিআরপি বিভাগ
টিএমএসএস ফাউন্ডেশন অফিস
ঠেঙ্গামারা,বগুড়া।