টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজে শতভাগ পাসের ধারা অব্যাহত
বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ (টিপিএসসি) ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে শতভাগ সাফল্য অর্জন করেছে।
টিএমএসএস এর দর্শনজনিত কারণে দরিদ্র পরিবারকে গুরুত্ব দিয়ে উপেক্ষিত ও নিম্নমানের ছাত্র-ছাত্রীকে ভর্তি করা সত্বেও তারা শতভাগ উত্তীর্ণ হয়েছে। এই স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৫ জন জিপিএ ৫, ৪৮ জন জিপিএ ৪ এবং ০৪ জন জিপিএ ৩.৫০ পেয়েছে। উক্ত ফলাফলে টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ (টিপিএসসি) কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করে আগামীতে আরও ভাল ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বার্তাঃ পিআরপি বিভাগ, টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা,বগুড়া।