টিএমএসএস কৃষি বিভাগের আয়োজনে বারি পিঁয়াজ-৪,মাঠ দিবস অনুষ্ঠিত
টিএমএসএস কৃষি বিভাগের আয়োজনে বারি পিঁয়াজ-৪,মাঠ দিবস ও আলোচনা সভা গত ০৩.০৪.১৮ ইং মঙ্গলবার ঠেঙ্গামারা বগুড়ায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মসলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়ার মূখ্য গবেষণা কর্মকর্তা ড. মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, উন্নতজাতের বীজ আবিস্কারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে হবে। উন্নত জাতের বারি পিঁয়াজ-৪ উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করা সম্ভব। কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষরনর জন্য সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোগে হিমাগার নির্মাণ করা প্রয়োজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি এমএইচএম শাহজাহান তরু, টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,উপ-নির্বাহী পরিচালক-২ ড. মোঃ মতিউর রহমান, স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালক মোঃ আব্দুস সালাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ প্রতুল চন্দ্র সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস কৃষি উৎপাদন বিভাগ প্রধান মোঃ ফুয়াদ হোসেন।
বার্তঃ পিআরপি বিভাগ, টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা,বগুড়া।