টিএমএসএস এর উদ্যোগে বাংলা নববর্ষ-১৪২৫ উদযাপন
বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন ও পয়লা বৈশাখ উপলক্ষে টিএমএসএস এর উদ্যোগে মম ইন বিনোদন পার্ক বালাপাড়া ঠেঙ্গামারা বগুড়ায় গত ১৪.০৪.১৬ ইং তিন দিনব্যাপী বৈশাখী উৎসব ও মেলার উদ্বোধন করা হয়েছে।
মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বগুড়া আগে থেকেই শিল্প সমৃদ্ধ শহর। কালের গর্ভে অনেক কিছুই হারিয়ে গেছে। বগুড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি এ অঞ্চলের উন্নয়নে বগুড়ায় একটি আন্তজার্তিক মানের বিমানবন্দর প্রতিষ্ঠার দাবীর সঙ্গে একমত পোষন করেন। তিনি আরও বলেন তার প্রতিষ্ঠান বগুড়ার উন্নয়নে কাজ করতে চান। টিএমএসএস‘কে এটিএন বাংলার মিডিয়া পার্টনার হিসেবে তিনি ঘোষনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এটিএন বাংলার উপদেষ্টা মোঃ শামসুল হক,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রাম) তাসিক আহম্মেদ,টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস কানাডিয়ান পরামর্শক ড্যানিস কোউনেস্কী,পরামর্শক (উন্নয়ন) ফারুখ ফয়সল প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকল অতিথিবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং প্রধান অতিথি নিজে একটি গান পরিবেশন করেন। মেলায় স্থাপিত স্টলে বাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা,আলু ভর্তা,গরু ও খাসীর মাংশ,দই চিড়া পরিবেশন করা হয়।
সকালে টিএমএসএস স্বাস্থ্য সেক্টর,পুন্ড্র বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভা যাত্রা বের করে। শোভা যাত্রাটি ঢাকা-রংপুর মহাসড়ক,টিএমএসএস ফাউন্ডেশন অফিস, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল হয়ে টিএমএসএস আয়োজিত মম ইন বিনোদন পার্কে বৈশাখী মেলায় এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন ব্যানার,ফেস্টুন,মুখোশ,মাছ ধরার জাল,খলুই,লাঙ্গল,বর-বধূ সাজে,পালকি বহন করা হয়। ছেলেরা লাল রঙের পাঞ্জাবী আর মেয়েরা শাড়ী পরে অংশ গ্রহন করে। টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ স্কুল ক্যাম্পাস জয়পুরপাড়া বগুড়ায় বৈশাখী উৎসবের আয়োজন করে। আয়োজনের মধ্যে ছিল রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা,চিড়া-দই দিয়ে আহার,পুরষ্কার বিতরণী ও ট্যালেন্ট শো।
টিএমএসএস এর ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী বৈশাখী মেলায় রয়েছে বিভিন্ন ধরনের স্টল। প্রতিদিন মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান,নাটক,কৌতুক। এ ছাড়াও কাবাডি,হাড়ি ভাঙ্গা,বিস্কুট দৌড়,মোরগ লড়াই, লাঠি খেলা অনুষ্ঠিত হবে।
বার্তাঃ পিআরপি বিভাগ, টিএমএসএস ফাউন্ডেশন অফিস,ঠেঙ্গামারা,বগুড়া।