বিদেশে সুনাম অর্জন করতে হলে দক্ষ জনশক্তি পাঠাতে হবে, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন বিদেশে সুনাম অর্জন করতে হলে দক্ষ জনশক্তি পাঠাতে হবে। দক্ষ জনশক্তি বিদেশে গিয়ে সুনামের সঙ্গে কাজ করে দেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা পাঠাতে পারে। প্রবাসীরা যদি তাদের অর্জিত বৈদেশীক মুদ্রা বৈধভাবে দেশে পাঠায়,তাহলে দেশ ও জাতি উপকৃত হবে। যারা প্রবাসীদের টাকা দেশে পাঠানোর ব্যবস্থা করে সে সব মানি ট্রান্সফার কোম্পানী গুলোকে বিশ্বস্ততার সঙ্গে কম খরচে দ্রুততার সহিত টাকা পাঠানোর ব্যবস্থা করতে হবে। তাহলে প্রবাসীরা তাদের উপর আস্থা রাখেবে। প্রবাসীদের টাকা সঠিক ভাবে দেশে পাঠাতে এখন এক সঙ্গে কাজ করবে এনইসি মানি ট্রান্সফার,এনসিসি ব্যাংক ও টিএমএসএস। গতকাল শনিবার নওদাপাড়া বগুড়ায় হোটেল মম ইন এ ন্যাশনাল এক্সচেঞ্জ এন্ড এনইসি মানি রেমিটেন্স এবং বিজনেস প্লানিং উইথ টিএমএসএস বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী, এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের চেয়ারম্যান ও সিইও ইকরাম ফরাজী,এনসিসি ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রেমিটেন্স মোঃ মাহফুজুর রহমান, টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান,এনইসি পরিচালক ব্যারিষ্টার কামাল হোসন প্রমূখ। কর্মশালায় সভাপতিত্ব করেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-১ মোঃ আব্দুল কাদের।স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালক মোঃ সোহরাব আলী খান। কর্মশালায় ফরেন রেমিটেন্স ওভার ভিউ,অপারেশন ওভার ভিউ ও সেবার পরিধি বৃদ্ধিতে করনীয় বিষয়ে আলোচনা করা হয়। টিএমএসএস এর মাঠ পর্যায়ের কর্মকর্তারা যারা প্রবাসীদের টাকা সুন্দর ও সঠিক ভাবে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে,তাদের মধ্য থেকে প্রথম দশ জন কর্মকমর্তাকে সার্টিফিকেট প্রদান করা হয়।
বার্তা প্রেরক ঃ
পিআরপি বিভাগ, টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা,বগুড়া।