বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ায় টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে আনন্দ র্যালী অনুষ্ঠিত
বাংলাদেশের স্বল্পোউন্নত দেশের (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন উৎযাপন উপলক্ষে টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে গত ২২.০৩.১৮ ইং ঠেঙ্গামারা বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়।
র্যালীতে টিএমএসএস স্বাস্থ্য সেক্টর পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহন করে। র্যালীতে অংশ গ্রহনকারীরা হাতে স্বাস্থ্য অধিদপ্তর হতে প্রেরিত শ্লোগান সম্বলিত প্লেকার্ড ও নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যনার বহন করে। র্যালীটি ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস উপ নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান। আরও বক্তব্য রাখেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আব্দুস শুকুর,উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহজাহান আলী সরকার প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন দেশ এগিয়ে যাচ্ছে,উন্নয়নশীল দেশের ৩টি সূচকেই আমরা অর্জন করেছি। এই অর্জন ২৪ সাল পর্যন্ত ধরে রাখতে পারলে উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিলবে। আমরা আশা করছি ধীরে ধীরে ৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।উল্লেখ্য আজ শুক্রবার টিএমএসএস মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে আলোচনা সভা এবং ২৩.০৩.১৮ ইং মেডিকেল কলেজ চত্ত্বরে স্বাস্থ্য মেলা এবং রবিবার সেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বার্তা প্রেরকঃ পিআরপি বিভাগ, টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা,বগুড়া।