বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
বাংলাদেশের স্বল্পোউন্নত দেশের (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় পুন্ড্র ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উদ্যোগে ২২.০৩.১৮ ইং গোকুল বগুড়ায় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক,শিক্ষিকা,কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহন করে। শোভাযাত্রায় অংশ গ্রহনকারীরা হাতে সরকারের বিভিন্ন উন্নয়ন সম্বলিত প্লেকার্ড ও বিশ্ববিদ্যালয়ের ব্যানার বহন করে। শোভাযাত্রাটি ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রায় নের্তৃত্বদেন পুন্ড্র ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.একেএম আজাদ-উদ-দৌলা প্রধান। আরও অংশ গ্রহন করে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর শামসুদ্দিন,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার,রেজিষ্টার ড. মোঃ মসলেম উদ্দিন,ডীন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমদ চিশতী,পরিচালক (অর্থ) মোঃ আশরাফুল ইসলাম,প্রক্টর মোঃ জহুরুল ইসলাম,প্রফেসর মোঃ মমিনুল হক,সহকারী পরিচালক নজরুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধানগণ।
বার্তা প্রেরকঃ পিআরপি বিভাগ, টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা,বগুড়া।