টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে উন্নয়নশীল দেশে উত্তরণে আলোচনা সভা
বাংলাদেশ স্বল্পোন্নত দেশের(এলডিসি) ষ্ট্যাটাস থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সাফল্য উদ্যাপনে টিএমএসএস স্বাস্থ্য সেক্টর আলোচনা সভা সহ বিভিন্ন কার্যক্রম পালন করেছে।
সরকারের গৃহীত কর্ম পরিকল্পনার আলোকে গত ২৩.০৩.১৮ ইং শুক্রবার সকাল ১০টায় টিএমএসএস মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুস শুকুর এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএমএ বগুড়া শাখার সভাপতি ডা.মোস্তফা আলম নান্নু।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক-২ ডা.মতিউর রহমান। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মাহবুব-উর-রহিম। মূল আলোচক হিসাবে প্রেক্ষাপট তুলে ধরেন সরকারী শাহ সুলতান কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রায়হান ইসলাম। বক্তব্য রাখেন গবেষক ড. আমিনুর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম, পরামর্শক (উন্নয়ন) ফারুক ফয়সাল প্রমুখ।
টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, একসময় বাংলাদেশকে বটমলেস বাস্কেট, মিসকিনের দেশ বলা হতো। সেই দেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে তিনটি ক্যাটাাগরিতে উন্নত হয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করবে। এজন্য কিছু কিছু বাধা আসবে। সেই সব বাধা পেরিয়ে যোগ্যতা অর্জণ করতে হবে।বক্তারা দেশের এ অর্জন সকল নাগরিকের অক্লান্ত পরিশ্রমের ফসল বলে উল্লেখ করেন।
স্বল্পোন্নত দেশের ষ্ট্যাটাস থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে মর্যাদা লাভ করায় টিএমএসএস স্বাস্থ্য সেক্টর সপ্তাহ ব্যাপী কার্যক্রম পালন করে। শনিবার টিএমএসএস মেডিকেল কলেজ ক্যাম্পাসে দুই দিন ব্যাপী স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়।
বার্তাঃ পিআরপি বিভাগ, টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা,বগুড়া।