টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজের নবীনবরণ গত ০৬.০৩.১৮ ইং মঙ্গলবার ঠেঙ্গামারা বগুড়ায় আল্লামা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মামুন-উর- রশীদ খন্দকার।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রচুর পড়াশুনা ও অধ্যাবসায়ের মাধ্যমে অভিষ্ট লক্ষে পৌছানো সম্ভব। সে জন্য মনযোগ দিয়ে পড়াশুনা করতে হবে। একজন ইঞ্জিনিয়ারের দেশের প্রতি দায়বদ্ধতা বেশী। দেশের ও জনগনের উন্নয়নে তাদের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে প্রকৌশলীদের অবদান রাখতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর আবু জাফর মু.তৌহিদুল ইসলাম প্রমূখ। টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা,টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান,পরামর্শক (সুশাসন) মোঃ শামছুল আলম,পরামর্শক ও সাবেক যুগ্ম-সচিব নাজমুল হক। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালক ও ডমিন প্রধান মোঃ জাকির হোসেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্তা প্রেরক ঃ
পিআরপি বিভাগ, টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা,বগুড়া।