সেবার মানসিকতা নিয়ে ডাক্তর হতে হবে -অধ্যক্ষ রাজশাহী মেডিকেল কলেজ
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ডাঃ আনোয়ার হাবিব বলেছেন সেবার মানসিকতা নিয়ে ডাক্তার হতে হবে। ভাল ডাক্তার হওয়ার আগে ভাল মানুষ হতে হবে। ডাক্তার হয়ে দেশ ও জনগনের সেবা করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন নিজেকে সৎ,বলিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নিয়মিত ক্লাশ ও নিয়মকানুন মেনে চললে ডাক্তার হওয়ার পথে আর কোন বাধা থাকবে না। বিডিএস ডাক্তারদের দেশের পাশাপাশি বিদেশেও কাজের সুযোগ রয়েছে। তিনি গত ০৩.০২.১৮ ইং শনিবার ঠেঙ্গামারা বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে বিডিএস (৬ষ্ঠ ব্যাচ) কোর্সে ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ার অধ্যক্ষ প্রফেসর ডাঃ এ,কে,এম আহসান হাবিব, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বগুড়ার সভাপতি ডাঃ আলী আহমেদ আলম, টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রমূখ। টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুস শুকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান,পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম,পরামর্শক (শিক্ষা) মোঃ খোরশেদ আলম,টিএমএসএস মেডিকেল কলেজের রেক্টর প্রফেসর ডাঃ মতলুব আহমেদ,উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহজাহান আলী সরকারসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানে ডেন্টাল ইউনিটের ক্যাম্পাস ও শিক্ষক পরিচিতি তুলে ধরেন ডাঃ ময়নুল হাসান,একাডেমীক কারিকুলাম উপস্থাপন করেন ডাঃ রাকিবুল হাসান খান। অনুষ্ঠানে নবীন শিক্ষর্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বার্তাঃ পিআরপি বিভাগ, টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা,বগুড়া।