ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিক স্কুল সম্মাননা পেল টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ
ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিক স্কুল সম্মাননার পুরস্কার পেয়েছে বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ। গত ২০/০১/১৮ইং ঢাকায় এই পুরস্কার প্রদান করা হয়।
যুক্তরাজ্য সরকারের শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মান নির্নয়ের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিক স্কুল সম্মাননা দেয়া হয়। এবছরের যুক্তরাজ্যের বাহিরেও কয়েকটি নির্বাচিত দেশে বাছাই করা স্কুলকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। চলতি বছরে বাংলাদেশ এ দেশগুলির মধ্যে একটি। এবারের বাংলাদেশে স্বীকৃতি প্রাপ্ত স্কুলের মধ্যে টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ অন্যতম। ঢাকায় ব্রিটিশ কাউন্সিল আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সোহরাব হোসাইন এবং বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিল-এর কান্ট্রি ডিরেক্টর মিস বারবারা উইকহ্যাম এই সম্মাননা টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ এর ভাইস-প্রিন্সিপাল গুলশানারা পারভিন এবং টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম এর হাতে তুলে দেন। এই পুরস্কারের মাধ্যমে টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ আন্তর্জাতিকমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেল।
বার্তা| টিএমএসএস পিআরপি বিভাগ, ফাউন্ডেশন অফিস,বগুড়া।