টিএমএসএস এ জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা’র উপর সেমিনার অনুষ্ঠিত
টিএমএসএস মেডিকেল কলেজ ঠেঙ্গামারা বগুড়ায় গত ১৬/০১/১৮ ইং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিঃ এর আয়োজনে ‘সার্ভিক্যাল ক্যান্সার এওয়ারনেস এন্ড প্রিভেনশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
গত ১৩ জানুয়ারী ছিল জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হল ‘বাল্য বিবাহকে জোর না বলুন’। দিবটি উপলক্ষে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের গাইনী এন্ড অবস্ বিভাগ মাসব্যাপী জরায়ুমুখের ক্যান্সার সচেতনতার উপর বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রেবেকা খাতুনের সভাপত্বিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুস শুকুর, টিএমএসএস পরিচালক (স্বাস্থ্য সেবা) অধ্যাপক ডাঃ রাগীব আহসান, পরিচালক (হাসপাতাল) ডাঃ আ স ম বরকতুল্লাহ্ প্রমূখ। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিঃ এর পক্ষে রিজিওনাল ম্যানেজার এম বায়েজিদ আলমসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বক্তারা জরায়ুমুখের ক্যান্সার রোধে মহিলাদের সচেতন এবং বাল্য বিবাহ নিরুৎসাহিত করার উপর জোর দেন। তারা আরও বলেন এই ক্যান্সার প্রাথমিক অবস্থায় সনাক্ত করা গেলে সম্পূর্ণ নিরাময় সম্ভব। এ বিষয়ে সরকারী ও বেসরকারী সকল প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। এই রোগের প্রতিরোধ এবং প্রতিকার করা প্রয়োজন। উল্লেখ্য টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিট হাসপাতালের গাইনী এন্ড অবস্ বিভাগে জরায়ু মুখের ক্যান্সারের প্রাথমিক সনাক্তকরণ ভিএলএ পরীক্ষা করা হয়। এছাড়াও এখানে সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিনও প্রদান করা হয়।
বার্তা ঃ পিআরপি বিভাগ, টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, বগুড়া।