টিএমআইআরটি’র নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত
টিএমএসএস মেডিকেল ইন্সটিটিউট অব রিসার্চ এন্ড টেকনোলজী (টিএমআইআরটি) এর শিক্ষার্থীদের স্টুডেন্ট উইক, নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান গত ০৬.০১.১৮ ইং বগুড়ার ঠেঙ্গমারায় আল্লামা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ও জয়পুরহাট বিএমএ সভাপতি ডা.শান্তি প্রসাদ রায়, টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম, টিএমএসএস উপ- নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, প্রফেসর ডা. রাগিব আহসান, অধ্যাপক ডা. অনুপ রহমান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমআইআরটি অধ্যক্ষ ডা. মাহবুব-উর-রহিম।
অনুষ্ঠানে খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার, স্টুডেন্ট অফ দ্যা ইয়ার, একাডেমিক পারফরমেন্স এর উপর ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠান হতে প্রকাশিত বাসৎরিক ম্যাগাজিন ‘প্রত্যাশা-২’ মোড়ক উম্মোচন করা হয়। সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্তা ঃ পিআরপি বিভাগ, টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, বগুড়া।