রায়গঞ্জে টিএমএসএস এর ধানগড়া নতুন শাখা অফিস উদ্বোধন ও ঋণ বিতরণ
টিএমএসএস এর নতুন শাখার উদ্বোধন হয়েছে গতকাল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়ায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান আয়নুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আকতার, উপজেলা প্রকৌশলী আব্দুল বাছেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদুল ইসলাম। উক্ত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালক(এইচইএম-অপারেশন-১)সোহরাব আলী খাঁন। টিএমএসএস নাটোর বিভাগীয় প্রধান রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল মালেক সিদি, অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, ফরেন রেমিটেন্স‘র উপ-পরিচালক রেজাউল করিম, টিএমএসএস‘র উপ-পরিচালক শুভাশীষ সাহা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে অগ্রসর প্রকল্পে ১৪ জন সদস্যর মাঝে ১৪ লক্ষ ৮৫ হাজার টাকা এবং ক্ষুদ্র ঋণ প্রকল্পে ২১ জন সদস্যর মাঝে ৬ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএস সিরাজগঞ্জ জোন প্রধান জাহাঙ্গীর আলম।