বাড্ডা অঞ্চলের খিলখেত শাখার শুভ উদ্বোধন
গত ০৯/১১/১৭ ইং তারিখে ঢাকা উত্তর জোনের নিয়ন্ত্রিত বাড্ডা অঞ্চলের অন্তর্গত খিলখেত শাখা ঋন বিতরনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর জোনের জোন প্রধান মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক D(HEM-OP-2) রেজাউল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ডিভিশনের DH যুগ্ম পরিচালক মোঃ মনিরুল ইসলাম, কনসালটেন্স ব্যাংকিং মোঃ আখতারুজ্জামান ও কনসালটেন্স GGIC মোঃ এনামুল হক। অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সদস্যদের মধ্যে ঋনের চেক প্রদান করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট অঞ্চল প্রধান মোঃ মিজানুর রহমান ও শাখা প্রধান মোঃ সোবহান মন্ডল উপস্থিত ছিলেন।