বগুড়ায় উদ্যোক্তা সৃষ্টিতে ফাইন্যান্সিয়াল লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত
বি- স্কিলফুল প্রকল্পের আওতায় ও টিএমএসএস কতৃক কারিগরি ট্রেনিং পরবর্তী কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে ফাইন্যান্সিয়াল লিংকেজ কর্মশালা বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন ও ইউরোপীয় ইউনিয়ন এর যৌথ অর্থায়নে বি-স্কিলফুল প্রকল্প পরিচালিত। সহযোগিতায় সুইসকন্ট্যাক্ট ও বিডব্লিউসিসিআই। টিএমএসএস বগুড়ায় এই প্রকল্পের অধীনে ট্রেনিং প্রদানের কাজ করছে। প্রকল্পের আওতায় ৬ টি জেলায় ৪০ হাজার দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী ও পুরুষকে কর্মক্ষেত্রে উপযোগী হিসাবে গড়ে তোলা হবে। গত মঙ্গলবার বগুড়ায় টিএমএসএস মহিলা মার্কেটের হলরুমে ব্যাংক,এনজিও এবং অর্থযোগান দাতা প্রতিষ্ঠান সমূহের সাথে ট্রেনিং প্রাপ্তদের উদ্যোক্তা তৈরীতে সহযোগিতার জন্য ফাইন্যান্সিয়াল লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় ২০টি ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ২১ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন ।
সমগ্র কর্মশালা সঞ্চালনায় ছিলেন আকতারুজ্জামান ও জিমি পারভীন। উপস্থিত ছিলেন বিডব্লিউসিসিআই এর প্রজেক্ট কোঅর্ডিনেটর সুমন্ত কুমার মহন্ত, টিএমএসএস‘র প্রজেক্ট কোঅর্ডিনেটর মশিউর রহমান ফিল্ড কোঅর্ডিনেটর আহসান হাবিব প্রমুখ।