টিএমএসএস পরিবেশ বিভাগের উদ্যোগে পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
টিএমএসএস পরিবেশ বিভাগের উদ্যোগে গত শনিবার ঠেঙ্গামারা বগুড়ায় টিএমআইআরটি মিলনায়তনে “পরিবেশ সচেতনতা সুস্থ ও সফল জীবনের পূর্ব শর্ত ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
টিএমএসএস মেডিকেল ইন্সটিটিউট অব রিসার্চ এ্যান্ড টেকনোলজী (টিএমআইআরটি)‘র অধ্যক্ষ ডাঃ মোঃ মাহবুব-উর-রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালক শাহ্জাদী বেগম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশ সচেতনতা বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশ বাঁচলে জীবজন্তু এবং মানুষ বাঁচবে। তাই নতুন প্রজন্মের সকলকে এগিয়ে আসতে হবে, নিজ নিজ পরিবার ও জনগণকে সচেতন করতে হবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিএমএসএস এর পরামর্শক ও সাবেক যুগ্ম-সচিব মোঃ নাজমুল হক। সভায় আরও বক্তব্য রাখেন টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের পরিচালক (স্বাস্থ্য সেবা) অধ্যাপক ডাঃ মোঃ রাগীব আহসান, টিএমএসএস পরামর্শক (বনায়ন) মোঃ আবুল হাসেম,পরামর্শক (শিক্ষা) মোঃ খোরশেদ আলম,উপদেষ্টা (সংস্থাপন) জামিল আক্তার খাঁন (টেংকু), এমম্যাটসের অধ্যক্ষ ডাঃ আহম্মেদ শরীফ, সিনিয়র সহকারী পরিচালক মোঃ নজিবর রহমান প্রমূখ। সভায় অন্যান্য বক্তাগণ পরিবেশ দূষণের ফলে বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দূর্যোগ ও জনস্বাস্থ্যের উপর এর ব্যাপক প্রভাব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের সভাপতি পরিবেশ সংরক্ষণে সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতন করে তুলতে সকল শিক্ষকবৃন্দকে আহ্বান জানান। সেমিনারে টিএমআইআরটি‘র শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।