টিএমএসএস ডায়াবেটিক কেয়ার সার্ভিসের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উৎযাপন
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার টিএমএসএস ডায়াবেটিক কেয়ার সার্ভিসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি উৎযাপন করা হয়।বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘‘নারী ও ডায়াবেটিস : আগামীর সুস্বাস্থ্য।
দিবসের শুরুতেই টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের কনফারেন্স রুমে ডায়াবেটিস বিষয়ে এক সায়েন্টেফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দ্রুত নগরায়ণ হচ্ছে। মানুষের খেলাধূলা ও হাটা চলার জায়গা কমছে।
কায়িক পরিশ্রম কমের কারনে ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। বড় মানুষের পাশাপাশি শিশুদের মধ্যেও ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। খেলাধূলা,সুষম খাদ্য এবং ব্যায়ামের অভাবে দেশের অনেক শিশুই এ রোগে আক্রান্ত হচ্ছে। এ জন্য বাবা মার আরও সচেতন হতে হবে। সেমিনারে আরও বক্তব্য রাখেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি এমএইচএম শাহজাহান তরু,বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন মাখো, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান,টিএমএসএস স্বাস্থ্য বিভাগের রেক্টর অধ্যাপক ডাঃ মতলুব আহমেদ,টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুস শুকুর,পরিচালক (স্বাস্থ্য সেবা) অধ্যাপক ডাঃ রাগীব আহসান,অধ্যাপক ডাঃ মাসুদুর রহমান প্রমূখ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন এবং আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন টিএমএসএস ডায়াবেটিক কেয়ার সার্ভিসের পরিচালক ডাঃ মোঃ মোস্তফা কামাল।
সেমিনার শেষে টিএমএসএস স্বাস্থ্য বিভাগ পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী,ডায়াবেটিক কেয়ার সার্ভিসের ডাক্তার,নার্স,কর্মকর্তাবৃন্দ বগুড়া শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টিএমএসএস মেডিকেল কলেজ চত্বরে এসে শেষ হয়। মেডিকেল কলেজ চত্বরে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও পূর্ণাঙ্গ ডায়াবেটিস ওয়ার্ডের উদ্বোধন করা হয়।