টিএমএসএস এর চার দিনব্যাপী স্ট্রাটেজিক প্লানিং ওয়ার্কসপের উদ্বোধন
টিএমএসএস এর চার দিনব্যাপী স্ট্রাটেজিক প্লানিং ওয়ার্কসপ গতকাল সোমবার মম-ইন বগুড়ায় উদ্বোধন করা হয়েছে।
টিএমএসএস এর ঊর্ধ্বতন কর্মকর্তা,টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভাগ সমূহের প্রধানগণ এই ওয়ার্কসপে অংশ গ্রহন করছে। কৌশলগত পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিভিন্ন সুপারিশ পর্যালোচনা করে আগামীর কর্মকৌশল ও লক্ষ্য নির্ধারণ করা হবে। টিএমএসএস হবে দেশ ও জনগনের কল্যাণের একটি ব্রান্ড নাম। দেশকে মধ্যম আয়ে উপনীত করতে টিএমএসএস উন্নয়নের নিজস্ব মডেল বাস্তবায়নের পাশাপাশি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেশের উন্নয়নকেও এগিয়ে নিয়ে যাবে।
স্ট্রাটেজিক প্লানিং ওয়ার্কসপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। আরও বক্তব্য রাখেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক-১ মোঃ আব্দুল কাদের, উপ-নির্বাহী পরিচালক-২ ডা: মোঃ মতিউর রহমান,পরামর্শক (আইসিটি) মোহাম্মাদ খাইরুল ইসলাম,পরামর্শক (উন্নয়ন) ফারুখ ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী উপদেষ্টা প্রফেসর ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল। চার দিনব্যাপী এই স্ট্রাটেজিক প্লানিং ওয়ার্কসপ আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত চলবে।