আমেরিকার রিজেন্টস অব দ্যা ইউনিভার্সিটি অব মিশিগান এর সাথে পুন্ড্র ইউনিভার্সিটি’র সমঝোতা স্বাক্ষর
আমেরিকার রিজেন্টস অব দ্যা ইউনিভার্সিটি অব মিশিগান এর সাথে পুন্ড্র ইউনিভার্সিটি’র সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ঢাকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আফজাল হোসেন এবং দি ইউনিভার্সিটি অব মিশিগান- ফ্লিন্ট এর পক্ষে প্রোভোষ্ট এন্ড ভাইস-চ্যান্সেলর ফর একাডেমিক অ্যাফেয়ার্স ডগলাস কেনার, পিএইচডি, দি রিজেন্ট অব দি ইউনিভার্সিটি অব মিশিগান প্রকিউরমেন্ট এন্ড কন্ট্রাক্টস ব্রেনদা রথ।
একাডেমিক ও সায়েন্টিফিক কো-অপারেশন সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি অনুসারে- একই বিষয়ে গবেষণা প্রকল্প পরিচালনা, একাডেমিক পাবলিকেশন এবং রিপোর্ট সমূহ বিনিময়, অভিজ্ঞতা লব্ধ নতুনত্ব পূর্ণ শিক্ষা পদ্ধতি এবং স্পোর্টস ডিজাইন আদান-প্রদান, আমেরিকা এবং বাংলাদেশে যৌথ ভাবে ওয়ার্কসপ, সেমিনার, কনফারেন্স, সিমপোজিয়ামে ছাত্র শিক্ষকগণের
অংশগ্রহণ, ডেভেলপমেন্ট অব ডুয়েল ডিগ্রী প্রোগ্রাম, অপরচুনিটি ফর ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট অব এক্সচেঞ্জ, অপরচুনিটি ফর স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিজিট, অপরচুনিটি ফর এক্সচেঞ্জ ভিজিট অব স্কলার এ্যান্ড ফ্যাকাল্টিজ সংঘটিত হবে।চুক্তি অনুসারে উভয় দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে ট্রাভেল কস্ট নিজ নিজ ইউনিভার্সিটি/অংশগ্রহণকারীগণ বহন করলেও স্বাগতিক ইউনিভার্সিটি থাকা-খাওয়ার ব্যয় বহন করবে, ইউনিভার্সিটি অব মিশিগান আমেরিকান ভিসা প্রাপ্তিতে সক্রিয় ভূমিকা রাখবে।চুক্তিবদ্ধ উভয় ইউনিভার্সিটি নিজ নিজ স্বার্থে একতরফা বা দোতরফাভাবে চুক্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে।