রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ কার্যক্রমে সহায়তায় টিএমএসএস ত্রাণ তহবিলে নগদ টাকা প্রদান
বগুড়া লাইফ কমিউনিটি অর্গানাইজেশন গতকাল রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য টিএমএসএস ত্রাণ তহবিলে নগদ ১৯ হাজার টাকা প্রদান করেছে।
টিএমএসএস রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য ত্রাণ প্রদান করছে। উক্ত ত্রাণ কাজে জনসাধারণের সহায়তায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় প্রনোদিত হয় বগুড়া লাইফ কমিউনিটি অর্গানাইজেশন। অনুদান প্রদানকারী বগুড়া জেলার অধিবাসী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুক পেইজ‘ বি এল সি’ এর পরিচালনাকারী সদস্যবৃন্দ। বগুড়া লাইফ কমিউনিটি অর্গানাইজেশন পক্ষ থেকে ত্রাণ সহায়তার নগদ ১৯ হাজার টাকা টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এর নিকট হস্তান্তর করা হয়। টিএমএমএম ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় এসময় শাহবিন তওফিকুর রহমান, লিও হান্নান, সুজা উল মাহমুদ, রাফিনুর রহমান, শাওন আল ফারুক, সানজিদ ফারাবী, মশিউর রহমান সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন:
টিএমএমএম ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় গতকাল বগুড়া লাইফ কমিউনিটি অর্গানাইজেশন রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য টিএমএসএস ত্রাণ তহবিলে নগদ ১৯ হাজার টাকা প্রদান করেছে।