টিএমএসএস পলিটেকনিক ইন্সটিটিউটে এসটিইপি‘র সহায়তায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
টিএমএসএস পলিটেকনিক ইন্সটিটিউট (টিপিআই) নাটোরে গত মঙ্গলবার এসটিইপি এর সহায়তায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
স্কিল এন্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি) এর আওতায় বিশ্ব ব্যাংকের সহায়তায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নরত বিভিন্ন ট্রেডে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রাপ্তির চেক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ, বিশেষ অতিথি ছিলেন বড় হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি ভূঁইয়া ও নাটোর জেলার এডিইও হাবিবুর রহমান এবং নাটোরের আর-ও মোঃ তারিকুল ইসলাম । আর ও উপস্থিত ছিলেন টিএমএসএস এর কার্যক্রম-৩ ডমিন প্রধান যুগ্ন-পরিচালক মো: ইকরামুল হক সহ লাইন ম্যানেজার ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: আব্দুল কুদ্দুস।
ছবির ক্যাপশন:
টিএমএসএস পলিটেকনিক ইন্সটিটিউট নাটোরে গত মঙ্গলবার এসটিইপি এর সহায়তায় শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকার চেক প্রদান করেন জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ।