বরিশালে টিএমএসএস এর নতুন শাখা উদ্ভোধন এবং ঋণ বিতরণ শুরু
টিএমএসএস কর্তৃক পরিচালিত গৌরনদী জোনের অধীনে বরিশাল জেলার বরিশাল সদর উপজেলায় টিএমএসএস HEM সেক্টরের আপারেশন -৩ ডমিন এ আরো একটি নতুন শাখার আত্মপ্রকাশ ঘটল। গত ২৪/০৭/১৭ ইং তারিখ সকাল ১০.৩০ টার সময় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের পর অতিথিদের বক্তব্য শেষে বরিশাল শাখার শুভ উদ্বোধন ঘোষনা করেন পরিচালক(এইচইএম আপারেশন-৩) মহোদ্বয় জনাব মোহাম্মাদ আলী। উদ্বোধনী অনষ্ঠানে বিভাগীয় প্রধান (ফরিদপুর),
গৌরনদী জোন প্রধান জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অঞ্চল প্রধান গৌরনদী, শাখা প্রধান বরিশাল, বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের মাননীয় কমিশনার জনাব এসএম জাকির হোসেন, সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ, সদস্য ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ১১ জনকে ক্ষুদ্্র ঋণ=২,৪৫,০০০/- এবং ০৩ জনকে এন্টারপ্রাইজ ঋণ=২,৫১,০০০/- মোট ১৪ জন সদস্যকে =৪,৯৬,০০০/- ঋণ বিতরন করা হয়।