বগুড়ায় স্বাধীন ফ্যাশন হাউজকে গুণগত মান সম্পন্ন পোশাক তৈরীর জন্য চেক প্রদান
বগুড়ায় ঠেঙ্গামারা হাসপাতাল মার্কেটের স্বাধীন ফ্যাশন হাউজের প্রোপ্রাইটার মোঃ স্বাধীন সরদারকে গুণগত মান সম্পন্ন পোশাক তৈরীর জন্য সফল প্রতিষ্ঠান হিসেবে গত বৃহস্পতীবার টিএমএসএস‘র ব্যবস্থাপনা সমন্বয় সভায় বিশ হাজার টাকার চেক প্রদান করেন সংস্থার উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান।