টিএমএসএস রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে নির্বাচিত
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানের জন্য রাজশাহী বিভাগ,জেলা এবং উপজেলা পর্যায়ে টিএমএসএস শ্রেষ্ঠ বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে নির্বাচিত।
গতকাল রাজশাহীর কলাবাগানে পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ মিলনায়তনে টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমানের হাতে শ্রেষ্ঠ বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা (ক্লিনিক) হিসেবে নির্বাচিত হওয়ায় পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নূর-উর-রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিচালক ডাঃ মোঃ আব্দুস সোবহান,রাজশাহী জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ,রাজশাহীর সিভিল সার্জন সঞ্জিত কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক (যুগ্ম-সচিব) মলয় কুমার রায়।
এ ছাড়াও বগুড়া জেলা এবং সদর উপজেলা পর্যায়ে টিএমএসএস পরিবার পরিকল্পনায় ক্লিনিক্যাল কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ট বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা নির্বাচিত হয়েছে। টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক ডাঃ মোঃ আফজাল হোসেনের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মাদ নূরে আলম সিদ্দিকী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন,বগুড়ার সিভিল সার্জন ডাঃ মোঃ শামসুল হক, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বগুড়ার উপ-পরিচালক মোঃ মতিউর রহমান।