প্রশিক্ষণ গ্রহণ করলে চাকুরীর অভাব হয় না
প্রশিক্ষণ গ্রহণ করলে চাকুরীর অভাব হয়না। সনাতন পদ্ধতিতে পড়াশুনা করে শত শত ছেলে মেয়ে বেকার হয়ে পরিবারের বোঝা হয়ে আছে। কিন্তু কারিগরি,আইটি ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করলে দেশ বিদেশে চাকুরীর অভাব হয়না।প্রশিক্ষিত দক্ষ জনবল সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে চাকুরীর সুযোগ পায়। তিনি আরও বলেন নিজের উন্নতীর জন্য নিজের চেষ্টা করতে হবে। কাজকে ভালবাসলে বড় হওয়া যায়।
গতকাল টিএমএসএস ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড আইসিটি (টিআইএসআই) ক্যাম্পাস বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদে আয়োজিত এসইআইপি এমপ্লোয়ার্স সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদলের সভাপতিত্বে উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-১ মোঃ আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী মোঃ আবুল কাশেম,টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ খোরশেদ আলম প্রমূখ। আরও বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিঃ বগুড়ার এজিএম মোঃ মোখলেছুর রহমান,টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম,আজীবণ সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চু,পরামর্শক (আইসিটি) মোহাম্মদ খায়রুল ইসলাম,পরামর্শক (শিক্ষা) মোঃ খোরশেদ আলম সহ অতিথি বৃন্দ।
অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান। এসইআইপি প্রকল্পের আইসিটি ও ভোকেশনাল বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন টিএমএসএস পরিচালক নিগার সুলতানা ও পরিচালক ফয়জুন নাহার। উক্ত অনুষ্ঠানে তিন জন আইসিটি প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। তারা বলেন ট্রেনিং নিয়ে তারা নিজেরা আতœকর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছে। এখন তাদের ফার্মে অনেকের কর্মের পথ সৃষ্টি হয়েছে।
সরকারের ভিশন এবং শিক্ষিত বেকার যুব গোষ্টিকে দক্ষ জন সম্পদে রূপান্তরের মাধ্যমে বেকারত্ব হ্রাস করার লক্ষে পিকেএসএফ এর সহায়তায় স্কিল ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের আওতায় চাহিদা অনুযায়ী জনবল সৃষ্টির জন্য আইটি সেক্টরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উল্লেখ্য এই প্রকল্পের আওতায় টিএমএসএস ১২টি ট্রেডে ৯৫৫ জন শিক্ষিত বেকার তরুণ-তরুণীকে তিন ও ছয় মাস মেয়াদী প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করেছে। প্রশিক্ষিত দক্ষ জনবলের কাজের সুযোগ তৈরী করতে টিএমএসএস এর উদ্যোগে এসইআইপি এমপ্লোয়ার্স সমাবেশের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া হিসেবে অব্যাহত থাকবে বলে টিএমএসএস কর্তৃপক্ষ জানিয়েছেন।
সমাবেশ শেষে অতিথি বৃন্দ এমপ্লোয়ার্স সমাবেশে স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।