টিএমএসএস শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অধ্যক্ষ সমন্বয় সভা অনুষ্ঠিত
টিএমএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অধ্যক্ষগণের সমন্বয় সভা গত বৃহস্পতীবার হোটেল মম ইন নওদাপাড়া বগুড়ায় অনুষ্ঠিত হয়।
টিএমএসএস ম্যাটসের ছাত্রী ইসমত আরা পারভীন মুনের অস্বাভাবিক দুঃখজনক মৃত্যুর কারনে শোকাহত অবস্থায় টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের আহ্বানে উক্ত সম্বন্বয় সভার আয়োজন করা হয়।
পুন্ড্র ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি‘র উপাচার্য প্রফেসর ড. এম আফজাল হোসেনের সভাপতিত্বে টিএমএসএস এখতিয়ারাধীনে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অধ্যক্ষগণের জরুরী সমন্বয় সভা ডেকে ইসমত আরা পারভীন মুনের অস্বাভাবিক মৃত্যু বিষয়ে আলোচনা করা হয়। অত্র সভায় টিম্যাটস এর অধ্যক্ষ,উপাধ্যক্ষ,রেজিষ্টার,প্রশাসনিক কর্মকর্তা,হোস্টেল সুপারগণ ইসমত আরা পরভীন মুনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অত্র সভায় টিএমএসএস এর অনুশাসন জোরদার করন,ছাত্র-ছাত্রীদের নৈতিক মূল্যবোধ,উন্নত আচরণ বৃদ্ধি কল্পে এক্সট্রা কারিকুলার এ্যাকটিভিটি জোরদার করার সুনির্দিষ্ট পরিকল্পনা গৃহিত হয়। যে সব ছাত্র-ছাত্রী অ-অনুমোদিত নন টিএমএসএস হোষ্টেলে থাকবে তাদের পিতামাতা ও অভিভাবকের নিকট থেকে অঙ্গীকার নামা লিখে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ইসমত আরা পারভীন মুনের মৃত্যু রহস্য উৎঘাটনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সুষ্ঠ তদন্ত পূর্বক দৃষ্টান্ত মূলক আইনগত ব্যবস্থা গ্রহনের আহ্বান জানানো হয়।