টিএমএসএস এর উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে সংগৃহীত ঈদ সামগ্রী বিতরণ
টিএমএসএস এর উদ্যোগে গতকাল ঠেঙ্গামারা বগুড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে সংগৃহীত ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
গরীব দুঃস্থর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। বিতরণের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টিএমএসএস এর আজীবণ সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চু,পরামর্শক মোঃ খোরশেদ আলম,পরামর্শক মোঃ নাজমুল হক,উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান প্রমূখ।অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস এর উপ-পরিচালক মোঃ মামুনুর রশীদ মামুন।
টিএমএসএস নির্বাহী পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে চার হাজার গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন দাতা, টিএমএসএস এর পরিচালনা পর্ষদ সদস্য,পরামর্শক,উপদেষ্টা,পরিচালক,বিভিন্ন বিভাগ ও ডমিন প্রধানগণ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ঈদ সামগ্রী প্যাকেটের মধ্যে রয়েছে চাল,ডাল (বুট),ডাল (মসুর),লাচ্ছা সেমাই, চিনি,সয়াবিন তেল,গায়ে মাখা সাবান,লবণ,শাড়ী ও লুঙ্গী।
টিএমএসএস এর উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে সংগৃহীত ঈদ সামগ্রী বিতরণে অর্থ ও বিভিন্ন পণ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন ডাচ বাংলা ব্যাংক,ইসলামী ব্যাংক,ব্যাংক এশিয়া,ফাষ্ট সিকিউরিটি ব্যাংক,অগ্রণী ব্যাংক,পূবালী ব্যাংক,কমার্স ব্যাংক,কৃষি উন্নয়ন ব্যাংক,বিনা স্যানেটারী,বর্ণালী কর্পোরেশন,মুক্তা এন্টারপ্রাইজ,বিসিএল গ্রুপ,সিটি ফ্যান লিঃ,র্যাংগস মোটর্স লিঃ,সিঙ্গার বাংলাদেশ,জাপান সোলার লিঃ,গ্লোবাল এনার্জি লিঃ,মন্ডল ট্রেডার্স,আল আমীন হার্ডওয়ার,এমইটি ক্যাবল,সৈকত ভ্যারাইটি,নাজমা টুলস্,সাতমাথা স্যানেটারী,টিএমএসএস হেলথ, এডুকেশন এন্ড মাইক্রোফাইন্যান্স। এ ছাড়াও ব্যাক্তিগত উদ্যোগে অনেকেই দান করেছেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন টিএমএসএস পরিচালক মোঃ আযিযুল হক।