টিএমআইআরটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
টিএমএসএস মেডিকেল ইন্সটিটিউট অব রিসার্চ এ্যান্ড টেকনোলজী (টিএমআইআরটি) উদ্যোগে গত মঙ্গলবার টিএমএসএস লেকচার গ্যালারী-২ ঠেঙ্গামারা বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান। টিএমএসএস মেডিকেল ইন্সটিটিউট অব রিসার্চ এ্যান্ড টেকনোলজী (টিএমআইআরটি)‘র অধ্যক্ষ ডাঃ মোঃ মাহবুব-উর-রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালক (স্বাস্থ্য সেবা) অধ্যাপক ডাঃ রাগীব আহসান, পরিচালক (হাসপাতাল) ডাঃ আবু সালেহ মোহাম্মদ বরকতুল্লাহ, টিএমআইআরটির উপাধ্যক্ষ ডাঃ আহমেদ শরীফ প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন টিএমআইআরটির প্রশাসনিক কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান সাজু। ইফতার মাহফিলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মোঃ তারেকুল হক দেওয়ান।