টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিঃ এর উদ্যোগে সাত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিঃ (টিএসএএল) এর উদ্যোগে গত মঙ্গলবার ফাউেেন্ডশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় এজেন্সির নিজস্ব কার্যালয়ে সাত দিনব্যাপী সিকিউরিটি গার্ড প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিঃ (টিএসএএল) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস এর পরামর্শক (শিক্ষা) মোঃ খোরশেদ আলম,পরামর্শক ও সাবেক যুগ্ম-সচিব মোঃ নাজমুল হক,সিনিয়র উপদেষ্টা লায়ন এ্যাডভোকেট মকবুল হোসেন প্রমূখ। সাত দিনব্যাপী এই সিকিউরিটি গার্ড প্রশিক্ষণে ৪৩ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়ন করে বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজে লাগানো হবে।