টিএমএসএস নার্সিং কলেজের উদ্যোগে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালন
টিএমএসএস নার্সিং কলেজের উদ্যোগে গত শুক্রবার বগুড়ার ঠেঙ্গামারায় আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালন করা হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘‘মিডওয়াইফ, মা এবং পরিবার : জীবনের অংশীদর”। দিবসটি উপলক্ষে টিএমএসএস নার্সিং কলেজ (টিএনসি) র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন।
দিবসের শুরুতেই টিএনসি‘র ছাত্র-ছাত্রী,শিক্ষক ,কর্মকর্তা,কর্মচারীদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয় র্যালীটি বগুড়া-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে টিএমএসএস নার্সিং কলেজের সামনে এসে শেষ হয়। টিএনসি‘র লেকচার গ্যালারিতে আলোচনা সভার আয়োজন করা হয় । টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ মোছাঃ রাবেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বিধান চন্দ্র মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস’ র উপ-নির্বাহী পরিচালক-২, ডাঃ মোঃ মতিউর রহমান, বগুড়া নার্সিং কলেজে অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন,টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ ্কমিউনিটি হাসপাতালের পরিচালক ডাঃ আবু সালেহ মোহাম্মদ বরকতুল্লাহ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন টিএমএসএস’ র উপ-নির্বাহী পরিচালক-২ এর একান্ত সচিব শাহ আলম মোঃ নাজমুল কবীর সহ টিএমএসএস নার্সিং কলেজের শিক্ষক,শিক্ষিকাগণ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক ও টিএনসি শিক্ষক ডাঃ মোঃ আব্দুস সামাদ। আন্তর্জাতিক মিডওয়াইফারী দিবস-২০১৭ এর উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন টিএমএসএস নার্সিং কলেজের উপাধ্যক্ষ মোসাম্মাৎ নার্গিস মোরশেদা । আলোচনা সভায় বক্তারা বলেন মাতৃ মৃত্যু ও নবজাতকের মৃত্যু কমাতে মিডওয়াইফারি নার্সের কোন বিকল্প নেই। মা ও নবজাতকের সেবার মানে গুনগত পরিবর্তন আনতে হলে দেশে পর্যাপ্ত সংখ্যক মিওয়াইফারি নার্স দরকার। নিরাপদ প্রসব মিডওয়াইফ, নার্স ও চিকিৎসকদের একটি দলীয়কাজ। প্রসব প্রক্রিয়ার শুরু থেকে মূল দায়িত্ব পালন করেন একজন মিডওয়াইফ। প্রসব প্রক্রিয়া শেষও হয় তার সহায়তায়। দক্ষ ও পেশাদার মিডওয়াইফরা মা ও নবজাতকের মৃত্যু রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।