টিএমএসএস কর্তৃক অতিদরিদ্র প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ প্রদান
টিএমএসএস এর উদ্যোগে ইউরোপীয়ান ইউনিয়ন ও পিকেএসএফ এর সহায়তায় অতিদরিদ্র প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ইউপিপি উজ্জীবিত প্রকল্পের আওতায় বগুড়া জেলার শেরপুর উপজেলায় ১৫ জন অতিদরিদ্র প্রতিবন্ধী দের মোবাইল ফোন সার্ভিসিং বিষয়ে দুই মাস প্রশিক্ষণ প্রদান করা হয়। গত রবিবার প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। প্রশিক্ষণ পরবর্তী স্বাবলম্বী হতে বিভিন্ন মোবাইল ফোন সার্ভিসিং বিষয়ক কারিগরি উপকরণ, ব্যবসার পুঁজি হিসেবে নগদ অনুদান প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব ও টিএমএসএস নির্বাহী পরিচালকের উপদেষ্টা আনিসুর রহমান, সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীন, শিক্ষা অফিসার শামীম ইকবাল, টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম, যুগ্ম-পরিচালক সাজ্জাদুর রহমান, উপ-পরিচালক কামরুজ্জামান খান প্রমুখ।