টিএমএসএস ও হারভেস্ট প্লাসের উদ্যোগে জিংক ধান ব্রি-৭৪ মাঠ দিবস অনুষ্ঠিত
টিএমএসএস ও হারভেস্ট প্লাসের উদ্যোগে গতকাল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সাদুরিয়া কিচকে জিংক ধান ব্রি-৭৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা ভাইচ চেয়ারম্যান আব্দুস সামাদ পিপিএম। টিএমএসএস পরিচালক জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, হারভেস্ট প্লাস প্রতিনিধি জাকিউল হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস এর জোনাল ম্যানেজার মাহবুবুর রহমান মিঠু।
বগুড়া ও জয়পুর হাট জেলায় বিনামূল্যে ধান বীজ প্রদান করে জিংক ধান ব্রি-৭৪ চাষে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এই ধান বিঘা প্রতি ফলন ২৭ থেকে ৩০ মণ। জিংক মানুষের শরীরের জন্য অতিব জরুরী একটি খনিজ উপাদান। এই ধানের ভাত খেলে মানুষের শরীরে জিংকের অভাব পূরুন হয়। জিংক সমৃদ্ধ ধানে পুষ্টি গুন বেশী ও ফলন বেশী হওয়ায় এই ধান উৎপাদনে কৃষকেরা অগ্রহী হয়ে উঠেছে।