TMSS

বগুড়ায়-‘এসডিজি বাস্তবায়নে টিএমএসএস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ প্রতিনিধি দলের সঙ্গে অংশ গ্রহণ

টিএমএসএস কর্তৃক আয়োজিত পররাষ্ট্র মন্ত্রনালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণে এসডিজি অর্জনে টিএমএসএস-এর অর্জন শীর্ষক এক আলোচনা সভা গত ১৬ জানুয়ারী ২০২১ তারিখ বগুড়ার নওদাপাড়াস্থ মম ইন-এর কনভেনশন সেন্টারে সকল স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ‘দারিদ্র বিমোচনে টেকসই উন্নয়ন অর্জনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। টিএমএসএস মাটি ও মানুষের কাছাকাছি থেকে দারিদ্র বিমোচনে কাজ করছে, এতে করে সার্বিকভাবে দেশের এসডিজি অর্জনে সহায়তা করছে। সভায় আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব (ইস্ট) মাশফি বিনতে সামস, পররাষ্ট্র মন্ত্রনালয়ের মহা-পরিচালক (লিগ্যাল এফেয়ার্স) মোঃ মাসুমুর রহমান, মহা-পরিচালক (ওয়েস্ট ইউরোপ এ্যান্ড ইইউ) আন্দালিব ইলিয়াস, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান।

অনুষ্ঠানে বক্তাগণ বিদেশে বসবাসকারী বাংলাদেশীদের উপযুক্ত ছেলে মেয়েদেরকে মানসম্পন্ন শিক্ষা গ্রহণের জন্য টিএমএসএস মেডিকেল কলেজে এমবিবিএস কোর্স করানোর আহ্বান জানান। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে টিএমএসএস-এর কার্যক্রম তুলে ধরেন টিএমএসএস ইন্টারন্যাশনাল ডেস্কের উপদেষ্টা মোহাঃ আবু আসলাম৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএমএসএস কর্মকর্তা ফারহানা শওকত। অনুষ্ঠানে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষসহ টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন ডোমেইন প্রধান পরামর্শক, উপদেষ্টা সহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:

Leave a Reply