TMSS

টিএমএসএস’র পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ড. এনামুল হক আর্ট এ্যান্ড কালচারাল এ্যাকাডেমির নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন সাবেক সচিব, জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক, একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্ত ভারতের পদ্মশ্রী ভূষিত, টিএমএসএস’র উপদেষ্টা ড. এনামুল হক

আবহমান বাঙালি সংস্কৃতির বিকাশে লোক সংস্কৃতির প্রবহমান ধারাকে অক্ষুন্ন রেখে বাংলাদেশের সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে তৃণমূল পর্যায়ে শিল্প প্রতিভার অনুসন্ধান, প্রশিক্ষণের মাধ্যমে অবহেলিত মেধা ও প্রতিভাকে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে  তুলে ধরার লক্ষ্যে ড. এনামুল হক আর্ট এ্যান্ড কালচারাল এ্যাকাডেমি প্রতিষ্ঠা করা হয়।

শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী, নারী জাগরণের অগ্রপথিক টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম-এর উদ্যোগে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় স্বনামধন্য সাবেক সচিব, জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক, একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্ত, ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত, টিএমএসএস-এর উপদেষ্টা ড. এনামুল হকের নামে ।

গত ১ জানুয়ারী ২০২১ তারিখে বগুড়ায় টিএমএসএস মম ইন বিনোদন জগৎ এর পূর্ব পাশে ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভবনটির ফলক উন্মোচন করেন অধ্যাপক ড. এনামুল হক। টিএমএসএস-এর পৃষ্ঠপোষকতায় মম ইন বিনোদন জগতের মনোরম প্রাকৃতিক পরিবেশে এই প্রতিষ্ঠানটির ১২ তলা ভবন নির্মিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব ও টিএমএসএস-এর পরামর্শক সুশান্ত কুমার প্রামানিক, বিভাগীয় বন কর্মকর্তা ড. আব্দুল আউয়াল, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না, টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মো মতিউর রহমান, মোঃ ইজার উদ্দিন, টিএমএসএস-এর উপদেষ্টা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানটিকে মুক্তচিন্তার শুদ্ধ সংস্কৃতির নান্দনিক প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দেন যা উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায় অবদান রাখবে বলে তাঁরা মনে করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave A Comment